live-stream-workoutsLifestyle Technology 

সব বন্ধ ? রয়েছে অনলাইন লাইভ স্ট্রিমিং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনলাইন ক্লাসে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে বাংলার নতুন প্রজন্ম। পরিস্থিতি অনুকূলে না থাকলেও পরিষেবা থেমে নেই। অনেকেই কলেজের অনলাইন ক্লাস করতে ব্যস্ত রয়েছেন। আবার অনেকেই ব্যস্ত নাচ নিয়ে। অন্যদিকে, স্কুলে সিনিয়র ছাত্রীদের দায়িত্ব বর্তেছে নাচের স্টেপ ভিডিও স্কুলকে দেওয়ার জন্য।

নিত্যচর্চা চালিয়ে যাওয়ার এই প্রয়াস অব্যাহত। জিম বন্ধ তবুও পরোয়া নেই। বাড়িতে বসেই শরীরচর্চা বহাল তবিয়তে চলছে। অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই কীভাবে শরীরচর্চা বহাল রাখা সম্ভব, সেই ক্লাসও চলছে অবলীলায়। ল্যাপটপ সামনে রেখে শারীরিক এই কসরতের প্রশিক্ষণ চলছে। পাশাপাশি অনলাইনে গানের ক্লাস। সেখানেও স্বচ্ছন্দে বাংলার নতুন প্রজন্ম। হারমোনিয়াম আর গানের খাতা নিয়ে রুটিন মেনে গান শেখাও যাচ্ছে। সব মিলিয়ে এক নতুন বিকল্প।

পাশাপাশি অনেক বেসরকারি হাসপাতাল অনলাইনে ডাক্তার দেখানোর বন্দোবস্তও করছে। বিশেষজ্ঞ মনোবিদরা ফোন এবং ভিডিও চ্যাটে নাগাড়ে পরিষেবা দিয়ে চলেছেন। বাড়িতে বসেই এইসব পরিষেবা মিলছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের নতুন প্রজন্ম অনলাইনে সড়গড় হয়ে উঠছেন। ভিনরাজ্যে এসবের বাড়াবাড়ি অনেকটাই বেশি। তবে কলকাতা শহরের নাগরিকরাও অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের প্রবাহে নিজেদের ভাসিয়ে দিচ্ছেন।

কলেজ, বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সুবিধাও দিচ্ছে কমবেশি। এক্ষেত্রে তা মূলত বেসরকারি পরিকাঠামোর মধ্যে সীমিত রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাস নিতে উদ্যোগী হয়েছেন। শ্ৰেণীকক্ষ বন্ধ মানে পড়াশুনাও বন্ধ নয়। অনলাইনে ব্যাপক এবং বিস্তৃত সুযোগ রয়েছে। তা গ্রহণও করছে বাংলার এ প্রজন্ম।

Related posts

Leave a Comment