electric billOthers 

বিদ্যুৎ বিল পরিশোধের তারিখ বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ করার তারিখ বাড়ানো হল। সাম্প্রতিক পরিস্থিতিতেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (WBSEDCL)গ্রাহকদের প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লো এবং মিডিয়াম ভোল্টেজ গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের তারিখ ১৪.০৪.২০২০থেকে বাড়িয়ে ৩০.০৪.২০২০পর্যন্ত করা হয়েছে।এক্ষেত্রে বলা হয়েছে, এটি কেবলমাত্র লো এবং মিডিয়াম ভোল্টেজ গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য।তবে বাল্ক কনঞ্জিউমারদের ক্ষেত্রে এটি বলবৎহবে না।

Related posts

Leave a Comment