deathAccident Others 

ট্যাংরায় গৃহবধূর আত্মহত্যা, প্ররোচনার অভিযোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্যাংরার শীল লেনের শ্বশুরবাড়ি থেকে মাম্পি দত্ত নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২০১২ সালে পটারি রোডের বাসিন্দা মাম্পির সঙ্গে বিয়ে হয় শীল লেনের দেবাশিস সাউয়ের। তাঁদের ৭ বছরের এক কন্যাসন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এক্ষেত্রে মাম্পির মা আরতি দত্তের অভিযোগ, বিয়ের পরপরই এক মহিলার সঙ্গে দেবাশিসের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই ঘটনার প্রতিবাদ করলে মাম্পির ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হত।

Related posts

Leave a Comment