প্রয়াত হলেন সাংবাদিক কৃশানু ভট্টাচার্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক কৃশানু ভট্টাচার্য (৬৪) প্রয়াত হলেন। ক্রীড়াক্ষেত্র ও বিনোদন জগতে তাঁর বিশেষ সুনাম ছিল। সংবাদ জগতের অতি পরিচিত মুখ কৃশানু। পারিবারিক সূত্রের খবর, দু-দিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন বরাহনগর হাসপাতালে। রাতে হঠাৎই তিনি মারা যান। রেখে গেলেন স্ত্রী ও পুত্রকে। খেলা ও বিনোদনের পাশাপাশি নানা বিষয় নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অজস্র লেখা প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষ ছিলেন তিনি। শেষ জীবনে তিনি প্রথম শ্রেণির একটি দৈনিক সংবাদপত্রে কাজ করতেন। তাঁর মৃত্যুতে সংবাদ জগতে শোকের ছায়া।