পরিবহণে রেকর্ড গড়েছে দক্ষিণ-পূর্বরেল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিবহণে রেকর্ড। ২০১৯-২০ সালের অর্থবর্ষে পণ্য পরিবহণের ক্ষেত্রে রেকর্ড গড়েছে দক্ষিণ-পূর্বরেল। ভারতীয় রেল সূত্রে দাবি করা হয়েছে, এই অর্থবর্ষে দক্ষিণ-পূর্বরেল ১৭১ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে। ২০১৮-১৯ সালের অর্থবর্ষের তুলনায় যা ১৬ মিলিয়ন টন বেশি। উল্লেখ্য, এই অর্থবর্ষে ভারতীয় রেল দক্ষিণ-পূর্বরেলকে ১৬৪ মিলিয়ন টন পণ্য পরিবহণের লক্ষ্যমাত্রা দিয়েছিল। সেই লক্ষ্যমাত্রা সামনে রেখে এই সাফল্য পাওয়া সম্ভব হল। কর্মীদের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানাল ভারতীয় রেল।