a grade officerOthers 

সরকারি কর্মীদের বেতন ছাঁটাইয়ের মধ্যেই শীর্ষ ব্যাঙ্কের ঘোষণায় স্বস্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের অর্থনীতি মন্দার দিকে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের বেতনের উপর কোপ। উচ্চপদস্থ কর্মী ও অফিসারদের বেতনের বকেয়া অংশ বা ভাতা আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কয়েকটি রাজ্য। রাজ্যগুলি হল -ওড়িশা, তেলেঙ্গানা,রাজস্থান এবং মহারাষ্ট্র। তবে পশ্চিমবঙ্গ এখনও অবধি এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।প্রায় প্রতিটি রাজ্যের আয় কমছে দ্রুত হারে,এমনও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।সূত্রের খবর, প্রতি ২মাস অন্তর জিএসটির ক্ষতিপুরন বাবদ যে অর্থ আসে তাও পাওয়া যায়নি।মার্চ মাসে জিএসটি আদায় হয়েছে কম। আদায়ের পরিমান ৯৭হাজার ৫৯৭কোটি টাকা। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় অনেকটাই কম।এই সময় রাজ্যগুলির আর্থিক অবস্থা আরও খারাপ মনে করা হচ্ছে। এই সমস্যা সমাধানে রিজার্ভ ব্যাঙ্ক ওয়ে এন্ড মিনস খাতে রাজ্য ও কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে টাকা নেওয়ার সুযোগ পায় তার উর্ধসীমা ৩০শতাংশ করেছে।মহারাষ্ট্র, তেলেঙ্গানা ,অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও রাজস্থান এই পদক্ষেপ গ্রহণ করেছে । এক্ষেত্রে সাধারণ কর্মীদের বেতনে সরকার হতক্ষেপ করেনি।সাধরণত আইপিএস, আইএএস, এইএফএস ইত্যাদি উর্ধ্বতন কর্মীদের বেতনের ক্ষেত্রেই কোপ পড়ছে।আবার মহারাষ্ট্র সরকার গ্রেড- এ এবং গ্রেড- বি কর্মীদের ৫০শতাংশ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওডিশা ও রাজস্থান সরকার অফিসারদের ৩০ থেকে ৫০ শতাংশ বেতন কেটেছে । অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা কেন্দ্র ও রাজ্যকে প্রদেয় ওয়ে এন্ড মিনস আডভান্সের শিমা বাড়ানো হয়েছে। ১এপ্রিল থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় এই সুবিধা পাবে রাজ্য- কেন্দ্র।

Related posts

Leave a Comment