imran khanPolitics World 

জোট সঙ্গীরা বিমুখ: ইমরান সরকার পতনের পথে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের পতন অনেকটাই নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাক সংসদে আস্থা ভোটের পূর্বে প্রধান জোট সঙ্গী এমকিইএম-পি প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি-র সঙ্গে হাত মিলিয়েছে বলে খবর। এই অবস্থার মধ্যে আস্থা ভোটে ইমরান খানের দলের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক সাংসদদের সমর্থন আদায় করা অসম্ভব বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের আরও মত, ইমরান খানের সরকারে জোট সঙ্গী এমকিউএম-পি দলের যাঁরা মন্ত্রী রয়েছেন, তাঁরা ইস্তফা দেবেন বলেও জানা গিয়েছে। এমনটা ঘটলে পাকিস্তানের সংসদে ইমরানের দল সংখ্যালঘু হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে বিরোধীদের হাতে ১৮০ জন সাংসদের সমর্থন মিলবে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের ইস্তফা দেওয়ার বিষয়টি জোরালো হয়ে উঠেছে। পাকিস্তানের সংসদে মোট সদস্য সংখ্যা ৩৪২। ক্ষমতা ধরে রাখতে গেলে ইমরান খানের প্রয়োজন রয়েছে ১৭২টি ভোটের।

উল্লেখ করা যায়, আগামী ৩ এপ্রিল পাকিস্তানের সংসদে আস্থা ভোট হওয়ার কথা ছিল। এ বিষয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ অভিযোগ করে জানিয়েছেন, বিদেশি শক্তির সাহায্যে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। একদিকে জোট সঙ্গীরা বিমুখ। অন্যদিকে ইমরানের দলের প্রায় ২০ জন সাংসদ বিপক্ষে চলে গিয়েছেন। সব মিলিয়ে আস্থা ভোটে ইমরানের হার কার্যত নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related posts

Leave a Comment