modi cani optical fibre ptiBreaking News Technology 

আন্দামানকে অবশিষ্ট দেশের সঙ্গে যুক্ত করতে ওএফসি-র উদ্বোধন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে অবশিষ্ট দেশের সঙ্গে যুক্ত করতে বিছানো হল সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বা ওএফসি। এই ফাইবার কেবলের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চেন্নাইয়ের থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত যুক্ত হল এই অপটিক্যাল ফাইবার কেবল। এদিন এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এই পদক্ষেপ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জীবনযাত্রা আরও স্বাভাবিক ও স্বাচ্ছন্দ করে তুলবে। তিনি আরও জানান, আন্দামান-নিকোবরের নানা দ্বীপে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষের কাছেই শুধু এই দিনটি গুরুত্বপূর্ণ নয়, গোটা দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প যত বড় হয়, তত বড় হয় তার রাস্তায় আসা চ্যালেঞ্জ। এই কারণেই এই ফাইবার কেবলের এত প্রয়োজন থাকা সত্ত্বেও বছরের পর বছর এটি চালু করা যায়নি বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু এতদিনে সব বাধা সরিয়ে ফাইবার কেবল পাতা গিয়েছে, তাতে তিনি খুশি।

উল্লেখ্য, এই সাবমেরিন কেবল পোর্ট ব্লেয়ারের সঙ্গে স্বরাজ দ্বীপ, কার নিকোবর, লিটল আন্দামান, গ্রেট নিকোবর, কামোর্তা, লং আইল্যান্ড এবং রঙ্গটকে যুক্ত করবে। এ জন্য ভারতের মূল ভূখণ্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২,৩০০ কিলোমিটার এলাকা জুড়ে এই কেবল পাতা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, এই প্রকল্পের খরচ পড়েছে ১,২২৪ কোটি টাকা। এরফলে পোর্ট ব্লেয়ারে ইন্টারনেটের স্পিড হবে ২/ ২০০ জিবিপিএস। পাশাপাশি অন্য দ্বীপগুলিতে ইন্টারনেটের স্পিড হবে ২/ ১০০ জিবিপিএস। এর আগে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, আজকের দিনটি আন্দামান-নিকোবরের বাসিন্দাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে ওএফসি-র দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগ অক্সিজেন দেবে স্থানীয় অর্থনীতিকেও।

Related posts

Leave a Comment