Income TaxOthers 

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল। সূত্রের খবর, এক্ষেত্রে ২ মাস সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। করোনা আবহে সমস্যায় পড়া করদাতাদের সুরাহা দেওয়ার জন্যই এই পদক্ষেপ। প্রসঙ্গত, এই নিয়ে রিটার্ন দাখিলের সময়সীমা ৪ বার বাড়ানো হয়েছে। আবার ওই অর্থবর্ষের বার্ষিক জিএসটি রিটার্ন ও অডিট রিপোর্ট জমার সময়ও এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচন কমিশনের সম্মতি নিতে হয়েছে কর পর্ষদকে।

Related posts

Leave a Comment