আয়কর দফতরের খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়কর ফেরত। আয়কর দফতর সূত্রের খবর, চলতি অর্থবর্ষে ৩৯ লক্ষ করদাতাকে ১.২৯ লক্ষ কোটি টাকা ফিরিয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আয়কর দফতর সূত্রে আরও জানা গিয়েছে, যার মধ্যে ৩৪,৮২০ কোটি টাকা ফেরানো হয়েছে ব্যক্তিগত করদাতাদের। আবার কর্পোরেট কর হিসেবে ফেরানো হয়েছে ৯৪,৩৭০ কোটি টাকা, এমনটাই জানা যায়।

