bankura and turist spotOthers Travel 

বাঁকুড়ার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের নানা নিদর্শন আঁধারে ডুবছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মন্দির নগরী বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের প্রাচীন ঐতিহ্য রয়েছে। বাঁকুড়া জেলাপর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর। সূত্রের খবর,ওই শহর জুড়ে ছড়ানো প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের নানা নিদর্শনও। একাধিক মন্দির এখানকার সংস্কৃতিও বটে । ব্রিটিশ রাজত্বকালে নানা নিদর্শন সহ নবাবী শাসনের অনেক ইতিহাস মেশানো রয়েছে এখানে। এই শহরে প্রায় সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। ইতিহাসকে কাছ থেকে দেখা ও জানার সৌভাগ্য হয়। পাশাপাশি অন্য জেলার মানুষওএখানে আসেন। ভিনপ্রদেশের মানুষও এসে থাকেন। তবে পর্যটকরা এই নগরী দেখে ফেরার সময় কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরেন। সন্ধ্যা নামতেই গাঢ় অন্ধকারে ঢেকে যায় এই মন্দিরগুলি। কারুকার্যখচিত এই মন্দিরগুলি অন্ধকারে পাথরের ঢিবি হয়ে ডুবে থাকে। স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে। সূত্রের আরও খবর, মন্দির লাগোয়া দোকানগুলোর আলোর বন্দোবস্ত না থাকায় ব্যবসার ক্ষেত্রে অসুবিধাও হচ্ছে। পাশাপাশি পর্যটকদেরও দারুন অসুবিধা হয়। অন্যদিকে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্যামল সাঁতরা।

Related posts

Leave a Comment