ভারতীয় অর্থনীতি স্থিতিশীল হবে বলে বিশ্ব রেটিং সংস্থার রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় অর্থনীতি স্থিতিশীল, বিশ্ব রেটিং সংস্থার এমনই রিপোর্ট। মন্দা দেখা দিলেও আর্থিক বৃদ্ধি স্থিতিশীল রয়েছে। বিশ্ব রেটিং সংস্থা এস অ্যান্ড পি এই তথ্য সামনে এনেছে। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত রেটিং রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে অনেকটাই স্বস্তির। ভারতীয় অর্থনীতি নিয়ে “বিবিবি” রেটিং দিয়েছে ওই সংস্থা। এক্ষেত্রে বলা হয়েছে— বিবিবি অর্থাৎ যাবতীয় আর্থিক প্রতিশ্রুতি রাখতে সক্ষম কেন্দ্রীয় সরকার। পাশাপাশি এস অ্যান্ড পি -র দাবি, আর্থিক বৃদ্ধির ভিত্তি ফের দৃঢ় হতে ২ থেকে ৩ বছর লাগবে। এ বিষয়ে আরও ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হলেও ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতি আবারও চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব রেটিং সংস্থা এস অ্যান্ড পি -র দাবি, ২০২০-২১ সালের অর্থবর্ষের মধ্যে আর্থিক বৃদ্ধি ৬ শতাংশে পৌঁছতে পারে। পরবর্তী অর্থবর্ষে যা ৭ শতাংশ। তার পরের অর্থবর্ষে ৭.৪ শতাংশ হওয়ার জোর সম্ভাবনা।