Birbhum MurderBreaking News Others 

বীরভূমে স্ত্রী-কে গলার নলি কেটে খুন, পলাতক স্বামী

আমারবাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্ত্রী কে গলার নলি কেটে খুন করলো স্বামী, এমনই অভিযোগ। ঘটনাটি হয়েছে বীরভূমের মল্লারপুর থানার বাহিনা গ্রামের রথতলাপাড়ায়। বেশ কিছুদিন আগে জানা গিয়েছে, স্বামী লালটু দাসের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিল পিঙ্কি দাস। আরও অভিযোগ, সেই মামলা প্রত্যাহার করার জন্য প্রায়ই চাপ দিচ্ছিল লালটু।
স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে পিঙ্কির বাড়িতে আসে লালটু। ওইসময় তাদের ছ”বছরের ছেলেও ছিল বাড়িতে। স্ত্রীকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment