Netajinagar Evening CollegeEntertainment Others 

নেতাজিনগর সান্ধ্য কলেজে তৃতীয় বর্ষের বইমেলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নেতাজিনগর সান্ধ্য কলেজে তৃতীয় বর্ষের বইমেলা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, কলেজের লাইব্রেরিতে এই মেলায় পাঠ্যপুস্তক ও সহায়ক গ্রন্থের সঙ্গেই থাকবে বিভিন্ন বিষয়ে হরেকরকম বই। নামকরা প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে বলে জানিয়েছে কলেজের সাংস্কৃতিক উপসমিতি। কলেজ সূত্রে আরও জানা গিয়েছে, দু-বারের মেলার চেয়ে এবার ফারাক রয়েছে একটি জায়গায়। এই মেলায় বই দেখতে ও কিনতে আসতে পারবেন অন্য কলেজের পড়ুয়ারাও। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment