পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকার খালপাড়ে সবুজায়নের পরিকল্পনা রাজ্যের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকার খালপাড়ে সবুজায়নের পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। বাসন্তী হাইওয়ে, বাইপাস – ভিআইপি রোড সহ একাধিক স্থানে উন্নয়নমূলক প্রকল্পের কাজ করতে গিয়ে বহুসংখ্যক গাছ কাটা পড়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় এবং পূর্ব কলকাতায় সবুজায়নের ভারসাম্য নষ্ট হয়েছে। সেই ভারসাম্য বজায় রাখতে খালপাড় এলাকায় সবুজায়ন করার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য। সেচ ও বনদপ্তর যৌথভাবে এই প্রকল্পের কাজ শুরু করছে। নগর সবুজায়নের অধীনে এই কাজ হচ্ছে বলে খবর।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত পূর্ব কলকাতার ৫টি খালপাড়ের অংশে এই কাজ শুরু হয়েছে। সেগুলি হল– বেগমপুর ক্যানেল সোনারপুর, উত্তরভাগ পাম্পিং স্টেশন ক্যানিংয়ের নিকটস্থ, আনন্দপুর পাম্পিং স্টেশন, চৌবাগা স্ট্রম ওয়াটার ড্রেনেজ স্টেশন ও কেষ্টপুর খালপাড়।