pulwamaBreaking News Lifestyle Others 

পুলওয়ামা হামলার এক বছর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। একদিকে আজ গোটা বিশ্বে চলছে প্রেম আর উষ্ণতা বিনিময় আর অন্যদিকে ৪০ শহীদের পরিবারে স্মৃতিচারণ। কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বর্বর আত্মঘাতী হামলার এক বছর। আজ মেমোরিয়ালের উদ্বোধন হবে পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মরণে লেথপোরা ক্যাম্পে। সিআরপিএফ -এর এডিজি জুলফিকার হাসান জানান, অনুষ্ঠানটি যতটা সম্ভব অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের দিনটি কোনও উদযাপনের নয়, দিনটি শপথের। তিনি আরও বলেন, সিআরপিএফ শপথ নিয়েছে, জওয়ানদের মূল্যবাণ জীবন নিয়ে আর কোনও গাফিলতি হবে না। সবসময়ই কনভয় মুভমেন্ট হবে যথেষ্ট সতর্কতার সঙ্গে। এই বর্বরোচিত হামলার বদলা ভারত নিয়ে নিয়েছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে গোলাবর্ষণ করে জঙ্গি শিবির মাটিয়ে মিশিয়ে দিয়েছে। যারফলে নৃশংস জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের অধিকাংশ শীর্ষ নেতা ও প্রশিক্ষক মারা গেছে। কিন্তু, শহীদ জওয়ানদের পরিবারগুলিতে যে ক্ষত হয়েছে, তার নিরাময় কখনই সম্ভব নয়। আগামী দিনে সেই বার্তাই হয়তো বহন করবে লেথপোরা ক্যাম্পের মেরোরিয়াল। জওয়ানদের জীবন খেলনা নয়। অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

Related posts

Leave a Comment