Jeff BezosLifestyle Others 

নেপোলিয়ানের স্মৃতি-বিজড়িত সম্পত্তি কিনে রেকর্ড গড়লেন জেফ বেজোস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে প্রায় ১,২০০ কোটি টাকা খরচ করে ওয়ার্নার এস্টেট ক্রয় করলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা এবং বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস। লস অ্যাঞ্জেলেসে সম্পত্তি কেনার ক্ষেত্রে রীতিমতো নজির গড়লেন। এর আগে এত দামে কোনও সম্পত্তি কেনার এমন খবর নেই। কথিত রয়েছে, ১৭৯৬ সালের জানুয়ারি মাসে এই এস্টেটেরই একটি কাঠের ফ্লোরে হাঁটু গেড়ে বসে প্রেমিকা রোজকে “প্রোপোজ” করেছিলেন তৎকালীন মালিক স্বয়ং নেপোলিয়ান বোনাপার্ট। জানা যায়, পরবর্তীকালে সেই এস্টেটের আধুনিক রূপকার ও মালিক ওয়ার্নার ব্রাদার্সের প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের আমন্ত্রণে বেড়াতে এসে গেস্টহাউসে থাকতেন হলিউডের তৎকালীন হার্টথ্রব মেরিলিন মনরো। উল্লেখ্য, এর আগে ১,০৭০ কোটি টাকায় বেল-এয়ারের চার্টওয়েল ম্যানসন কিনে নজির গড়েন মিডিয়া ব্যারণ রুপার্ট মার্ডকের পুত্র লাছান মার্ডক। মিডিয়া ব্যারণ ও মার্কিন ধনকুবের ডেভিড গেফেনের থেকেই নয়া সম্পত্তি কিনে রেকর্ড গড়লেন জেফ বেজোস।

Related posts

Leave a Comment