তরাইয়ের প্রাচীন জনপদ লালটঙে এবার পর্যটন কেন্দ্র গড়ছে রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে তরাইয়ের প্রাচীন জনপদ লালটঙে এবার পর্যটন কেন্দ্র গড়তে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ৩ মাসের মধ্যে পর্যটন কেন্দ্রটি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন। পর্যটন দপ্তর সূত্রের খবর, লালটঙের গ্রামে কোনও দোকানপাট নেই। প্রতিটি বাড়ি কাঠের তৈরি। তা দ্বিতল বিশিষ্ট। নিচতলায় রয়েছে গোশালা। এরজন্য গ্রামের এক কোণে তৈরি করা হবে ১২-১৪টি তাঁবু। থাকছে একটি ডাইনিং, ক্যান্টিন ও বসবার জায়গা। সেখানকার স্থানীয় খাবারই পর্যটকদের খেতে দেওয়ার ব্যবস্থা হবে। পাশাপাশি সন্ধ্যায় ব্যবস্থা থাকবে স্থানীয় রাই সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, কয়েকদিন আগে তিস্তা নদীর পারে বাঁধ তৈরির জন্য লালটঙ গ্রামে যান পর্যটনমন্ত্রী। গ্রাম ঘুরে দেখার পর পর্যটনমন্ত্রী জানিয়েছেন, রাজ্য পর্যটন উন্নয়ন নিগম গ্রামটির পর্যটন পরিকাঠামো তৈরি করে দেবে। তবে সমবায় ভিত্তিতে এটি চালাবেন গ্রামবাসীরাই।