india-economyOthers World 

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত-সমীক্ষা রিপোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতের অর্থনীতির বেহাল দশা । দেশের আর্থিক অগ্রগতির পূর্বাভাস কমিয়ে চলেছে দেশ-বিদেশের একাধিক সংস্থা।এই অবস্থায় ভারতীয় অর্থনীতি নিয়ে সুখবর শুনিয়েছে এক মার্কিন সংস্থা।ওই সংস্থা সূত্রে খবর, ব্রিটেন এবং ফ্রান্সকে পিছনে ফেলে ২০১৯সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি)পরিমান ২.৯৪লক্ষ কোটি ডলার।আবার,ব্রিটেনের অর্থনীতির আয়তন ২.৮৩লক্ষ কোটি ডলার এবং ফ্রান্সের অর্থনীতির আয়তন ২.৭১লক্ষ কোটি ডলার। ভারতের এই আর্থিক অগ্রগতি শুধুমাত্র কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, উল্লেখ করা হয়েছে রিপোর্টে।আরও বলা হয়েছে, ক্রয় ক্ষমতার (পিপিপি)দিক দিয়ে ভারতের জিডিপি ১০.৫১লক্ষ কোটি ডলার। পিপিপির এই পরিসংখ্যানে ভারত টেক্কা দিয়েছে জাপান ও জার্মানিকে। তবে মাথাপিছু আয়ের দিক থেকে আমেরিকার অনেক পেছনে ভারত। আমেরিকার মাথাপিছু জিডিপি ৬২হাজার ৭৯৪ডলার।অন্যদিকে সেখানে ভারতের মাথাপিছু জিডিপি মাত্র ২হাজার ১৭০ডলার।পিছিয়ে পড়ার কারণ হিসেবে ভারতের বিপুল জনগোষ্ঠীকে দায়ী করা হয়েছে।পাশাপাশি ভারত যে পূর্বের ভাবনা ছেড়ে ক্রমশ মুক্ত অর্থনীতির দেশ হয়ে উঠছে,তার প্রশংসাও করা হয়েছে।

Related posts

Leave a Comment