ekbalpurBreaking News Health 

আবার রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার একবালপুরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ সাতসকালে প্রসূতি মৃত্যু ঘিরে ধুন্ধুমার বাঁধে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের উপস্থিতিতেই ডাক্তারকে সপাটে চড় মারেন মৃতার স্বামী। আর তারপরই হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়ায় পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। জানা গিয়েছে, গতকাল বুধবার সকালে হাওড়ার তাঁতিপাড়ার বাসিন্দা পিঙ্কি ভট্টাচার্য ওই হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, ভিজিটিং আওয়ারে যখন তাঁরা দেখতে যান তখন মা ও সন্তান দুজনেই সুস্থ ছিল। হঠাৎ রাত ৩টে নাগাদ হাসপাতাল থেকে মৃতার বাড়িতে ফোন করে পিঙ্কি ভট্টাচার্যের মৃত্যু সংবাদ দেওয়া হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগে সকাল থেকে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজের জন্যই মৃত্যু হয়েছে পিঙ্কি ভট্টাচার্যের। একবালপুর থানায় পরিবারের তরফে হাসপাতালের বিরূদ্ধে এফআইআর করা হয়। আবার হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা দাবি, বারবার যোগাযোগ করা হলেও রোগীর পরিবারের লোকজন হাসপাতালে অনেক দেরিতে আসেন। কর্তব্যরত চিকিৎসককে বিনা প্ররোচনায় পরিবারের লোকজন মারধর শুরু করেন বলেও হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনে। তাতে দেখা যায়, মৃতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন চিকিৎসক বাসব মুখোপাধ্যায়। সেইসময় হঠাতই কথা বলার সময় সোফায় বসে থাকা প্রসূতির স্বামী তপেন ভট্টাচার্য উঠে গিয়ে সপাটে চড় কষাণ ডাক্তারের গালে।

Related posts

Leave a Comment