tram accidentOthers 

ট্রামের ধাক্কায় ময়দানে পথচারীর মৃত্যু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রামের ধাক্কায় পথচারীর মৃত্যু হল ময়দানে।ঘটনাটি ঘটে বুধবার রাতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর এসপ্লেনেড রুটের একটি ট্রাম আসার সময় ট্রামের সামনে চলে আসেন ওই ব্যক্তি। ২৭৭ নম্বর ট্রামটি ধাক্কা মারলে পড়ে যান তিনি।তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।তবে মৃতের পরিচয় জানা যায়নি।মৃত ওই ব্যক্তির বয়স ৫০ বছর বলে জানা গেছে।উল্লেখ্য, ট্রাম চলাচলের সময় অনেকই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন।এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়।প্রসঙ্গত, কলকাতা শহরের ঐতিহ্য ট্রাম এখন অর্থাভাবে ধুঁকছে।শহরের অনেক রাস্তাতেই বর্তমানে ট্রাম চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে, চালু রয়েছে নামমাত্র কয়েকটি রুট।

Related posts

Leave a Comment