তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৯
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তামিলনাড়ুতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। জানা গিয়েছে তিরুপুর হাইরোডে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক-বাসের। গুরুতর জখম ২৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস জানিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরু থেকে এর্নাকুলাম দিকে ৫০ জন যাত্রী নিয়ে প্রচন্ড গতিতে আসছিল কেরলের সরকারি বাসটি। তিরপুরে হাইরোডে ট্রাকের কনটেইনারের সঙ্গে মুখোমুখি সংঘাত হয় ওই বাসটির। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্রের খবর, ট্রাকের টায়ার ফেটে যাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাক থেকে কনটেইনার ছিটকে মাটিতে পড়ে যায়। সেই কনটেইনার সঙ্গে ধাক্কা বাসটির ধাক্কা লাগে। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার কাছে এগিয়ে আসেন। উদ্ধার করা যাত্রীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে সব রকমের সাহায্য করা হবে এবং আহতদের চিকিৎসার জন্য তিরুপুরের জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে ।