baguiatiBreaking News 

বাগুইআটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাগুইআটির জাংরা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল । মৃতার নাম দীপশিখা দাস। বয়স ৪২ বছর। এই ঘটনায় পুলিস স্বামীকে আটক করেছে ।
মৃতার পরিবার সূত্রের খবর, রাত ৯টা নাগাদ তাঁরা খবর পান, তাঁদের মেয়েকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন বাড়ির লোক। হাসপাতাল এসে দেখেন যে দীপশিখার দেহ হাসপাতালে পড়ে রয়েছে।
এরপর দীপশিখার বাপের বাড়ির লোকজনেরা শ্বশুরবাড়ির লোকজনদের জিজ্ঞাসা করলে, তাঁরা কোনও কিছু বলতে চাননি । বিয়ের পর থেকেই নানাভাবে দীপশিখার উপর অত্যাচার করা হত বলে অভিযোগ।এমনকী মারধর ও মানসিক নির্যাতন করা হত বলেও অভিযোগ। এরপর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিস দীপশিখার স্বামী প্রদীপ দাসকে আটক করেছে। এই ঘটনায় পুলিশি তদন্ত চলছে ।

Related posts

Leave a Comment