International Flights-2Others 

আন্তর্জাতিক উড়ান বন্ধের মেয়াদ বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক উড়ান বন্ধ ৩১ মে পর্যন্ত। করোনা আবহের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশে গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এই অবস্থায় আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধের মেয়াদ বাড়াল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এক্ষেত্রে জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কয়েকটি উড়ানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আবার পণ্যবাহী বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ নয় বলে জানানো হয়েছে নির্দেশিকায়। উল্লেখ করা যায়, সংগঠনের অনুমতিপ্রাপ্ত নির্দিষ্ট কয়েকটি উড়ানকেও এই আওতার বাইরে রাখা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি কোনও পরিস্থিতিতে এই নিয়মে পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি বিবেচনা করে প্রয়োজন মতো কিছু বিমান চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি খোলা রাখা হয়েছে। প্রসঙ্গত, করোনা আবহের জেরে গত ২৩ মার্চ থেকেই ভারতে আন্তর্জাতিক যাত্রী-বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে ‘বন্দে ভারত মিশন’-এর অধীন বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে বিমান যোগ ফের শুরু হয়। আবার গত জুলাই মাস থেকে কয়েকটি নির্দিষ্ট দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’-এর মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়।

Related posts

Leave a Comment