১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল পিছিয়ে গেল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে ১৭ দিন পিছিয়ে দেওয়া হল আইপিএল। আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল ১৩। এই পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেওয়া ছাড়া বিসিসিআইয়ের সামনে আর কোনও রাস্তা খোলা ছিল না। পাশাপাশি বাতিল করে দেওয়া হল ভারত-দক্ষিণ আফ্রিকার চলতি ওয়ান ডে সিরিজের দুটি ম্যাচও। লক্ষ্ণৌ ও কলকাতায় এই দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের ৩টি ম্যাচ খেলে দেবে অন্য কোনও সময়ে। উল্লেখ্য, ধরমশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। অন্যদিকে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, কোনওভাবেই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভারতে আসার ভিসা দেওয়া হবে না। সেক্ষেত্রে আইপিএল-এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ বিদেশি ক্রিকেটাররা ভারতে আসতে পারতেন না। আবার বিদেশিদের ছাড়া খেলতে চাইছে না কোনও আইপিএল টিমও।