Dana ZatopkovaOthers Sports World 

প্রয়াত ডানা জাতোপকোভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন ডানা জাতোপকোভা (৯৭)। চেক প্রজাতন্ত্রের প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার ৪ বারের অলিম্পিক সোনা জয়ী। ৩৫ বছর বয়সে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে সোনা এবং ১৯৬০ সালে রোম অলিম্পিকে রুপো জয়ী হন। স্বামী এমিল জাতোপকোভা ও স্ত্রী ডানার জন্মদিন ছিল একই দিনে। প্রসঙ্গত, ২০০০ সালে এমিল মারা যান। ১৯৮৬ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রথম সিন্থেটিক ট্র্যাকের উদ্বোধন করেছিলেন অ্যাথলিট দম্পতি।

Related posts

Leave a Comment