নতুন উদ্যমে ছন্দে ফিরছে চিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কমার পথে। কয়েক হাজার ছেড়ে টানা ২ দিন ২৫-এর নিচে রয়েছে নতুন সংক্রমণের খবর। নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে সমগ্র চিন। আবারও নতুন উদ্যমে চালু হচ্ছে মাসের অধিক বন্ধ থাকা ব্যবসায়িক ক্ষেত্রগুলি। প্রতিকূল পরিস্থিতির মাঝেই নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে চিন জুড়ে থাকা ৪২টি ব্র্যান্ডেড অ্যাপল স্টোর খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি মাস থেকে করোনার কারণে বন্ধ রাখা হয়েছিল। সংস্থার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০টা থেকে ১১টার মধ্যেই খুলে দেওয়া হবে সব স্টোরগুলি। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপে চিনে চলতি বছরে ৫ লক্ষ আইফোন বিক্রির কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ। যা অন্যান্য বছরের বিক্রির তুলনায় অর্ধেক হয়ে দাঁড়িয়েছে।