Naka CheckingBreaking News Others 

পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা জুড়েই নাকা চেকিং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা রুখতে রাজ্য জুড়ে নাকা চেকিং। সব জেলার পুলিশ সুপার ও স্বাস্থ্য আধিকারিকদের মেল মারফৎ এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। স্বাস্থ্যভবনে করোনা ভাইরাস নিয়ে প্রশিক্ষণও হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই প্রশিক্ষণ শিবিরে করোনা ভাইরাস ঠেকাতে কী কী করণীয় সে সম্পর্কে স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে। ভৌগলিক অবস্থানের দিক থেকে দেশের অন্য ৫টি রাজ্য থেকে কিছুটা হলেও পৃথক পশ্চিমবঙ্গ। এর চারপাশে রয়েছে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা। পাশাপাশি রাজ্য ছাড়াও নেপাল-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাও রয়েছে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই সব পথ ধরে যাতায়াত করেন। এক্ষেত্রে নবান্নের নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ১৩টি জেলার মোট ৭৮টি জায়গায় নাকা চেকিং শুরু করা হবে।

Related posts

Leave a Comment