p v sindhuOthers Sports 

অল ইংল্যান্ড ওপেনে বিদায় পি ভি সিন্ধুর

আমার বাংলা নিউজ ডেস্কঃ অল ইংল্যান্ড ওপেন থেকে বিদায় সিন্ধুর। ভারতের একমাত্র আশা ছিলেন তিনিই। পি ভি সিন্ধু পরাজিত হলেন নোজমি অকুহারার কাছে। ফলাফল ২১-১২,১৫-২১ ও ১৩-২১। এর আগে ভারতীয় মহিলা জুটি এন সিক্কি রেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা পরাজিত হন। দ্বিতীয় রাউন্ডে সপ্তম বাছাই জাপানের জুটির কাছে পরাজিত হন। মিসাকি মাতসুতোমো ও আয়াকা তাকাহাশির কাছে তাঁরা পরাজিত হলেন।

Related posts

Leave a Comment