bachchanEducation Enviornment Health World 

করোনা নিয়ে বিগ-বি -র কবিতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা নিয়ে ভাবনা এবার কবিতাতে। বিগ -বি অমিতাভ বচ্চনের কলমেই উঠে এল কবিতা। যখন করোনা ভাইরাসে জেরবার পরিস্থিতি গোটা বিশ্বে। তখন অমিতাভের কবিতা আতঙ্কমুক্ত করার প্রচেষ্টা। পাশাপাশি ওই কবিতা পাঠের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করা হয়েছে। এই ঘটনা নিয়ে তিনিও উদ্বিগ্ন। তাঁর এই কবিতার প্রশংসাও মিলেছে।

Related posts

Leave a Comment