করোনার কোপে ধর্মীয় অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খেলাধুলা, অফিস-কাছারির পর করোনার জেরে এবার বন্ধ হল ধর্মীয় অনুষ্ঠানও। গোটা বিশ্বে করোনা আতঙ্কে জেরবার পরিস্থিতি। ইতিমধ্যেই বহু ক্রীড়াপ্রতিযোগিতা বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গের এক ধর্মীয় অনুষ্ঠানও রেহাই পেল না করোনার হাত থেকে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে বাতিল হল মতুয়া সম্প্রদায়ের পবিত্র স্নান এবং মেলা উৎসব। আয়োজক সূত্রে খবর, আগামী ২০ মার্চ থেকে ঠাকুরনগরে যে মেলা হওয়ার কথা ছিল তা মূলত করোনার জেরে বাতিল হচ্ছে।প্রতি বছর অতিপ্রাচীন এই মেলায় বহু দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান। প্রশাসনিক স্তরের দীর্ঘ্য আলোচনার পর আজ সকালে প্রশাসনের উর্ধ্বতন আধিকারিকরা এসে মেলা বন্ধের নির্দেশ দেন এবং দাঁড়িয়ে থেকে মেলার মাঠ থেকে সব দোকানপাট তুলে দেন।