৪ ওষুধের কম্বিনেশনে করোনার দাওয়াই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তিন রোগের ওষুধ একযোগে প্রয়োগ রুখল করোনা। পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও নিরুপায় হয়ে অনুমতি দিয়েছিলেন নোভেল করোনা আক্রান্ত বৃদ্ধ ইতালীয় দম্পতি। এডস, সোয়াইন ফ্লু ও ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ একযোগে প্রয়োগ করা হল । ৭০ বছরের বৃদ্ধ ও তাঁর স্ত্রী মারণ ভাইরাসকে রুখে দিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে খবর। জয়পুরের চিকিৎসকরা এমনই দাবি করেছেন। এরপর আশায় বুক বেঁধেছে বাংলা তথা ভারতীয় চিকিৎসকমহল। এক্ষেত্রে চিকিৎসকদের বক্তব্য, চিনের চিকিৎসকরাও এডসের ওষুধ ব্যবহার করে আংশিক সাফল্য পেয়েছেন। এবার জয়পুরের ডাক্তারবাবুরাও পেলেন। এবার একটা ক্লিনিক্যাল ট্রায়াল হলে স্বস্তি পাওয়া যাবে। লোপিনাভির, রিটোনাভির, অসিলট্যামিভির ও ক্লোরোকুইন। প্রথম দুটি এডসের মোকাবিলায় সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়। অসিলট্যামিভির ব্যবহার করা হয় সোয়াইন ফ্লু-র ওষুধ হিসাবে। ক্লোরোকুইন ম্যালেরিয়া। কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, এই ৪ ওষুধের কম্বিনেশন বাঁচিয়ে দিয়েছে ইতালীয় দম্পতিকে। এটাই করোনার অমোঘ ওষুধ, এটা বলার মতো সময় এখনও আসেনি। অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার প্রয়োজন রয়েছে। করোনার কোনও নির্দিষ্ট ওধুধ নেই। জয়পুরের তথ্যটি নতুন করে আশার আলো দেখাচ্ছে।