রবীন্দ্র সরোবরে মেট্রোর লাইনে আত্মহত্যা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এবার ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর মেট্রোর আপ লাইনে। আজ রবিবার ছুটির দিনে সকাল ১০টা ৩৮মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির। ঘটনার পরেই স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়েছে মেট্রো রেল পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ সকাল ১০.৩৫মিনিটে আপ ট্রেনটি প্লাটফর্মে ঢুকতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। বিপদ বুঝতে পেরে মেট্রোর চালক এমারজেন্সি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। রেললাইনে দেহ আটকে থাকার কারণে বহু সময় ধরে পরিষেবা বন্ধ থাকে। সাথে সাথে উদ্ধারকার্য শুরু করা হয়।