Kamal NathBreaking News Politics 

সোমবারই মধ্যপ্রদেশে আস্থাভোটের নির্দেশ রাজ্যপালের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশে চলছে প্রবল রাজনৈতিক টালমাটাল। এরই মধ্যে সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট করাতে হবে- এমনই নির্দেশ দিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। মুখ্যমন্ত্রী কমল নাথকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। জানা গিয়েছে, এদিনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আস্থা ভোট করানোর দাবি জানান।

আগামিকাল আস্থা ভোটে কী হবে তা নিয়ে চাপান-উত্তর চলছে কংগ্রেস শিবিরে। কারণ ২২ জন বিধায়ক চলে যাওয়ার পর মধ্যপ্রদেশে কমল নাথ সরকার টিকবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার যদি পদত্যাগী ২২ বিধায়কদের পদত্যাগপত্র গ্রহণ করে নেন তাহলে বাকিদের সমর্থন থাকলেও আস্থা ভোটে বিজেপির থেকে পিছিয়ে থাকবে কংগ্রেস। এই মুহূর্তে বিধায়ক জোগাড় করতে হিমশিম কমল নাথ।

Related posts

Leave a Comment