Madhyamik CopyBreaking News 

রাস্তা থেকে উদ্ধার মাধ্যমিকের উত্তরপত্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবছরে ভাইরাল মাধ্যমিক। বহু পদক্ষেপ সত্বেও একাধিকবার ফাঁস হয় মাধ্যমিকের উত্তরপত্র। আর এবার মাধ্যমিকের হারিয়ে যাওয়া ৭৩টি উত্তরপত্র উদ্ধার হল রাস্তা থেকে। দিন কয়েক আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খাতা দেখার পালা। ফের একবার মাধ্যমিকের সাথে জড়িয়ে গেলো উত্তরবঙ্গের নাম। এবারের ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জে। পথচলতি এক ব্যক্তি রাস্তায় একটি ব্যাগ পরে থাকতে দেখে সেটি তুলে বাড়িতে নিয়ে যান।

জানা গিয়েছে, ওই খাতাগুলি দেখার দায়িত্বে যে শিক্ষক ছিলেন তিনি খাতাগুলি হারিয়ে যাওয়ার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান। তারপরেই পুলিশ সমস্ত তুফানগঞ্জ জুড়ে মাইকিং শুরু করে। বাঞ্চা সাহা নামে আসামের এক বাসিন্দা গত শুক্রবার রাতে আত্মীয়ের বাড়িতে আসার সময় রাস্তায় খাতা ভর্তি ব্যাগ পরে থাকতে দেখে তিনি সেটি বাড়িতে নিয়ে রেখে দিয়েছিলেন। পরে হঠাৎ মোবাইলে খবরটি দেখে তিনি ব্যাগটি খুলতেই দেখেন ব্যাগ ভর্তি মাধ্যমিকের উত্তরপত্র। তিনি তড়িঘড়ি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের থেকে খোঁজ নিয়ে ব্যাগভর্তি খাতাগুলি তুলে দেন সংশ্লিষ্ট শিক্ষকের হাতে।

Related posts

Leave a Comment