ইনকাম ট্যাক্স আধিকারিক সেজে দিনেদুপুরে ডাকাতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ হিন্দি সিনেমার চিত্র উঠে এলো বাঁকুড়ায়। নিজেদের ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে দিনেদুপরে বাড়িতে ঢুকে ডাকাতি করলো একদল দুষ্কৃতী। আজ সাতসকালে বাঁকুড়ার হাটমহাতপ লেনে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কাপড় ও বিউটি পার্লারের ব্যবসা করেন স্থানীয় বাসিন্দা চৈতালী দত্ত। তিনি জানিয়েছেন, আজ সকালে তাঁর স্বামী বেরিয়ে যাওয়ার পরেই বাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায়। জনা ছয়েক লোক গাড়ি থেকে নেমে নিজেদের ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে বাড়ির ভেতরে ঢোকে।
ভেতরে যেতেই তারা নিজেদের আসল পরিচয় ধারণ করেন। প্রথমে তারা গৃহকর্তী চৈতালী দেবীকে ঘরের ভেতর বেধে রেখে মারধর করে তারপর যাবতীয় জিনিসপত্র লুঠ করে তারা চম্পট দেয়। ডাকাতদল পালানোর বহু পড়ে বাড়ির পরিচারিকা বাড়িতে আসেন। তখন তিনিই তড়িঘড়ি খবর দেন পুলিশ ও প্রতিবেশীদের। চৈতালী দেবীকে অসুস্থ অবস্থায় বাঁকুড়া সম্মীলনী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।