KABITAOthers World 

বিশ্ব কবিতা দিবসে “জ্বলদর্চি”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৯৯৯সালে ইউনেস্কো ২১ মার্চ দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে। বিশ্ব কবিতা দিবসের প্রাক্কালে” জ্বলদর্চির” মার্চ সংখ্যা বের হল। মেদিনীপুরে এই সংখ্যাটি প্রকাশ করলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অনুত্তম ভট্টাচার্য। লেখক ও গবেষক নরেন হালদার, অনুপ মাহাতো প্রমুখেরা উপস্থিতি ছিলেন। এই সংখ্যার এই বারের বিষয়বিশ্ব কবিতা দিবস। এক্ষেত্রে বলা হয়েছে,কবিতাই পারে আগামী সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখাতে। কবিতা প্রেমীদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জ্বলদর্চির এবারের বিষয় পরিকল্পনা এটিই এই সংখ্যায় কবিতা লিখেছেন রাঘহরি পাল, নরেন হালদার প্রমুখেরা। পত্রিকাটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন ধনত্বিক ত্রিপাঠী।

Related posts

Leave a Comment