Sharath KamalOthers Sports 

ওমান ওপেন টিটিতে চ্যাম্পিয়ন শরথ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাস্কাটে ওমান ওপেন টিটিতে চ্যাম্পিয়ন হলেন ভারতের শরথ কমল। ফাইনালে ৩৭ বছর বয়সী শরথ ৬-১১, ১১-৮, ১২-১০, ১১-৯, ৩-১১ ও ১৭-১৭ ফলাফলে হারালেন টুর্নামেন্টের শীর্ষবাছাই পর্তুগালের মার্কোস ফ্রেইতাসকে। ১০ বছর আগে শেষবার শরথ আইটিটিএফ খেতাব জয়ী হয়েছিলেন ইজিপ্ট ওপেনে চ্যাম্পিয়ন হয়ে। ওমানে সেরা হয়ে শরথ প্রি-অলিম্পিকে খেলার আশা জাগিয়ে রেখেছেন।

Related posts

Leave a Comment