ইরান পরমাণু চুক্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর পূর্বাভাস পাওয়া গিয়েছিল ২০১৫ সালে বারাক ওবামার আমলে হওয়া ওই চুক্তিতে ফিরবে আমেরিকা। এক্ষেত্রে উল্লেখ করা যায়, ইরান-সহ চুক্তিতে সই করা বাকি দেশগুলি সূত্রে জানানো হয়েছে, আমেরিকার ওই চুক্তিতে ফিরে আসার বিষয়ে তারা প্রস্তুত রয়েছে।

