ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে গেল জেইই-মেন। ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই-মেন-এর প্রথম ও দ্বিতীয় সেশনের তারিখ পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। উল্লেখ করা যায়, প্রথম সেশন আগামী ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হওয়ার কথা ছিল। এখন তা হবে আগামী ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। পাশাপাশি দ্বিতীয় সেশন ২৪ মে থেকে ২৯ মে হওয়ার কথা ছিল। তা এবার আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে হবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার সঙ্গে সময়সূচির সংঘাত হওয়ার কারণে ইতিপূর্বে একবার প্রথম সেশনের পরীক্ষার তারিখ বদল হয়েছিল। পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবার দুই দফার পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রথম সেশনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের অনলাইন আবেদনপত্র শীঘ্রই https://jeemain.nta.nic.in ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

