শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অনিশ্চতায় উদ্বেগ চাকরি প্রার্থীদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতির কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ব্যাহত। নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে চাকরি প্রার্থীদের। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুরসভা ভোটের পরই নেওয়া হবে টেট। সেই ঘোষণায় উৎফুল্ল ছিলেন চাকরি প্রার্থীরা। বর্তমান পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া কবে হবে, তা নিয়ে রয়েছে ঘোরতর অনিশ্চয়তা। উল্লেখ্য, আইনি জটিলতার জেরে উচ্চ প্রাথমিক শিক্ষিক নিয়োগ প্রক্রিয়া পূর্বেই থেমে যায়। এবার তা আরও পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

