Jogindor SharmaBreaking News Others Sports 

ক্রিকেট থেকে করোনা লড়াইয়ে যোগীন্দর শর্মা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যোগীন্দর শর্মা এখন আর ক্রিকেট ময়দানে নেই। এখন তিনি অন্য লড়াইয়ের ময়দানে। হরিয়ানা পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন যোগীন্দর। ভারতে করোনাজনিত পরিস্থিতিতে ভিন্ন লড়াইয়ের আসরে তিনি। লকডাউন জারি হওয়ার পর আপতকালীন পরিস্থিতিতে লড়ছেনও। উল্লেখ্য, ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে অসাধারণ বোলিং করে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন যোগীন্দর। এই করোনা লড়াইয়েও জেতাতে মরিয়া তিনি।

Related posts

Leave a Comment