railway ticket counterBreaking News Travel 

টিকিটের পুরো অর্থই ফেরতের ঘোষণা ভারতীয় রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টিকিটের পুরো অর্থই ফেরৎ দেবে রেল। ভারতীয় রেল ঘোষণা করেছে, ২১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়সীমার মধ্যে যেসব যাত্রী ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের পুরো অর্থই ফেরৎ দেবে। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে লকডাউনের কারণে বহু ট্রেন বাতিল হয়। ভারতীয় রেলের পক্ষ থেকে আরও ঘোষণা করা হয়েছে, কাউন্টার থেকে কাটা টিকিটের ক্ষেত্রে ২৭ মার্চের আগে যেসব যাত্রীরা নিজে থেকে টিকিট বাতিল করেছেন, তাঁদের বাতিল টিকিটের রসিদ নিয়ে একটি ফর্ম ভরতে হবে।

২১ জুনের মধ্যে এই ফর্ম জমা দিতে হবে জোনের সদর দপ্তরে। সেক্ষেত্রে টিকিট বাতিল বাবদ পুরো অর্থই ফেরত পাবেন।রেল সূত্রের খবর, আবার ২৭ মার্চ তারিখের পর যে সব যাত্রীরা টিকিট বাতিল করতে গিয়েছিল, কিন্তু পারেননি, তাঁরাও টিকিটের পুরো টাকা ফেরৎ পাবেন। প্রসঙ্গত, ২৭ মার্চ পর্যন্ত কিছু কিছু জায়গায় রিজার্ভেশন কাউন্টার খোলা ছিল। সেখানে গিয়ে অনেকেই টিকিট বাতিল করেছেন। আবার ই-টিকিটের ক্ষেত্রে ২৭ মার্চের আগে বাতিল করা টিকিটের জন্য নির্দিষ্ট টাকা কেটে যাত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ওই যাত্রীরাও সম্পূর্ণ টাকা ফেরৎ পাবেন। ২৭ মার্চের পর যাঁরা ই-টিকিট বাতিল করেছেন, তাঁরাও পুরো টাকাই অ্যাকাউন্টে ফেরৎ পাবেন।

Related posts

Leave a Comment