বীজ সরবরাহের অভাবে পাট চাষিরা বিপাকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাট চাষে এবার বড় ধাক্কা। বিপর্যস্ত পরিস্থিতিতে বীজের সরবরাহ নেই। পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের মতো রাজ্যগুলিতে ঠিক এখনই বীজ বোনার উপযুক্ত সময়। তা চলবে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। পণ্য পরিবহণ থমকে যাওয়ায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বীজ বন্টন একপ্রকার বন্ধই। তাই বিপাকে পড়েছেন পাট চাষিরা। এই পরিস্থিতিতে পাট নিগমে পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে, কৃষকদের হাতে যাতে বিজ পৌঁছতে পারে, সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিক রাজ্যগুলো। উল্লেখ্য, গোটা দেশে যে পরিমাণ পাট উৎপন্ন হয়, তার সিংহভাগ (৭০%) যোগান দেয় বাংলা। পশ্চিমবঙ্গে বছরে প্রায় ৩,৫০০ টন বীজ প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য নিয়ে এটি মরসুমে দেশে মোট বীজ প্রয়োজন হয় প্রায় ৬ হাজার টন। পাট উৎপাদন ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা।