CSIRBreaking News Health 

দুই বাঙালি বিজ্ঞানীর হাত ধরে দেশীয় কিট বাজারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার দেশীয় কিট তৈরি দুই বাঙালির হাত ধরে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে কিটের হাহাকার। সেই অভাব দূর করতে নতুন দিশা দুই বাঙালি বিজ্ঞানীর। দেশীয় প্রযুক্তিতে তাঁরা বানিয়ে ফেললেন নতুন ধরণের কিট। জানা গিয়েছে, এক্ষেত্রে পরীক্ষার খরচ মাত্র ৫০০ টাকা। বিদেশি কিটের ক্ষেত্রে যা ৪,৫০০ টাকা। আবার ফল জানা যাবে ১ ঘন্টার মধ্যেই। বিদেশি কিটের ক্ষেত্রে সময় ব্যয় হয় ১ দিন। কম খরচে কম সময়ে সংক্রমণ পরীক্ষা সম্ভব হবে দেশীয় এই প্রযুক্তির মাধ্যমে। যার নাম FnCas-9 Editor Linked Uniform Detection Assay. সংক্ষিপ্ত নাম “ফেলুদা” (FELUDA). দেশীয় কিট বানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইনস্টিটিউট অফ জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানী সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি রোগীর ওপর প্রয়োগও হয়েছে।

দেবজ্যোতি চক্রবর্তী এ বিষয়ে জানালেন, প্রাথমিক পরীক্ষার ফলাফল খুবই ইতিবাচক। বাণিজ্যিকভাবে ১ সপ্তাহের মধ্যে পরীক্ষার পদ্ধতি বাজারে চলে আসবে বলে আশা করছে সিএসআইআর।

Related posts

Leave a Comment