kalipuja and 14th novemberOthers 

কালীপুজোর তিথি-মাহাত্ম্য জানিয়েছেন শাস্ত্রবিদরা: বিশদে জেনে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অমাবস্যার কোন ক্ষণে ও তিথিতে পুজোয় বসলে দূর হয়ে যাবে নানা বাধা।কালীপুজোর তিথি ও মাহাত্ম্য জানিয়েছেন পণ্ডিত ও শাস্ত্রবিদরা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য,২০২০ সালের কালীপুজো হবে আগামী ১৪ নভেম্বর। ওইদিন পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে দিওয়ালির পুজো হয়ে থাকে। উৎসবের মরশুম শুরু। দুর্গাপুজো সমাপ্ত। লক্ষীপুজো শেষ হয়েছে। স্বাগত কালীপুজো। এবার করোনা কালে বিভিন্ন বিধি-নিষেধ রয়েছে। ৩০ অক্টোবর লক্ষ্মীপুজো হয়েছে। এরপরই শুরু হবে কালীপুজো।
শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, নভেম্বর মাসে যে অমাবস্যা তিথি তা কার্তিক অমাবস্যা বলে পরিচিত। এই অমাবস্যাকে অনেকে কৃষ্ণা অমাবস্যাও বলে থাকেন। শাস্ত্র বিশেষজ্ঞদের আরও বক্তব্য,২০২০ সালে এই অমাবস্যা তিথির তারিখ পড়ছে ১৪ নভেম্বর।এক্ষেত্রে সময় – দুপুর ২:১৭ মিনিটে শুরু হয়ে শেষ হবে ১৫ অক্টোবর বেলা ১০:৩৬ মিনিটে। ১৪ নভেম্বর রাতভর কালীপুজো সম্পন্ন করা যাবে। আমরা সাধারণত জানি, কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়ে থাকে। এ বছর শনিবার পড়ছে ভূত চতুর্দশী। চোদ্দ- শাক রান্নার রীতি-রেওয়াজ রয়েছে বাঙালির ঘরে। ১৪ প্রদীপ জ্বালিয়ে ‘শুভ-ক্ষণকে স্বাগত জানাই আমরা। একটা অংশ এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলে থাকেন।নিয়ম ও নিষ্ঠাভরে কালীপুজো করলে ফল পাওয়া যায়,এমনটাই জানিয়েছেন পণ্ডিত ও শাস্ত্রবিদরা।

Related posts

Leave a Comment