হ্যারিসের হাত ধরে ইতিহাস- পদ্মালক্ষ্মীর উপহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পদ্মালক্ষ্মীর উপহার। সূত্রের খবর, মহিলা, কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত- ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সব দিক থেকেই আমেরিকায় তিনি প্রথম। সেই কমলা হ্যারিসের হাত ধরে ইতিহাসের এক নয়া অধ্যায় রচিত হল। উল্লেখ করা যায়, দক্ষিণ ভারতীয় রীতি মেনে কমলার প্রিয় খাবার, ‘ট্যামারিন্ড রাইস’ তৈরি করে ইন্টারনেটে সাড়া ফেলে দিলেন দেশের সুপারমডেল ও লেখিকা পদ্মালক্ষ্মী। সূত্রের আরও খবর, কমলার মতো তিনিও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তাঁর জন্ম হয় চেন্নাইয়ে। তাঁদের সম্পর্কও দীর্ঘদিনের। এ বিষয়ে জানা যায়, বন্ধু কমলার উদ্দেশে পদ্মালক্ষ্মীর এই রান্নার ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এটি।

