karl marxOthers 

দার্শনিক-বিপ্লবী কার্ল মার্কস

তিনি একজন দার্শনিক ছিলেন। ছিলেন জার্মান বিপ্লবীও। ১৮৪৯ সালে তিনি লন্ডনে আসেন। তিনি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছিলেন লন্ডনে।
১৮৮৩ সালের ১৪ মার্চ । প্রয়াণ ঘটেছিল তাঁর। তাঁকে সমাহিত করা হয়েছিল লন্ডনের হাইগেট সমাধিতে। উল্লেখ করা যায়,১৯৫৬ সালে তাঁর সমাধিতে যে স্তম্ভটি রয়েছে,সেটি নির্মিত হয়েছিল ব্রিটেনের কমিউনিস্ট পার্টির টাকায়। ৩.৭ মিটার উঁচু এই স্তম্ভটির মাথায় রয়েছে তাঁর একটি ব্রোঞ্জ আবক্ষ মূর্তি। এই বিপ্লবী-দার্শনিকটি হলেন কার্ল মার্কস।

Related posts

Leave a Comment