ashwin and iccOthers 

আইসিসি শীর্ষে অশ্বিন

বুমরাকে সরিয়ে এক নম্বরে রবিচন্দন অশ্বিন। আইসিসি টেস্ট বিশ্ব ক্রমতালিকায় অফস্পিনার অশ্বিন বোলিং বিভাগে শীর্ষে উঠলেন । ভারতীয় দলের ফার্স্ট বোলার যশপ্রীত বুমরা ২ নম্বরে নেমে গেলেন। অন্যদিকে ব্যাটিং বিভাগে ছয়ে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি নয় নম্বর স্থানে রয়েছেন।
পাশাপাশি অলরাউন্ডার তালিকায় এক নম্বর স্থানে রবীন্দ্র জাদেজা। ছয় নম্বরে অক্ষর প্যাটেল।

Related posts

Leave a Comment