KBF GateBreaking News Entertainment Others 

আট থেকে আশি সবার মুখে হাসি- কলকাতা বইমেলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আট থেকে আশি সবার পছন্দের বই নিয়ে হাজির ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। “পাঁচফোড়ন” নামে একটি বই প্রকাশিত হল এবারের বইমেলায়। শিক্ষা, শাসন, নগরায়ন, বিপর্যয় এবং হিন্দুত্বের মতো ৫ মূল বিষয়ে ভাবনার ভিত্তিতে লেখা বিভিন্ন প্রকল্পের সঙ্কলন বের হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রযুক্তির অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের প্রবন্ধের এই সঙ্কলন প্রকাশ পেল।

আবার ভিড়ে ঠাসা বইমেলায় পকেটমারির দৌরাত্ম্যও রয়েছে। তাই বাড়তি সতর্কতা বাড়িয়েছে পুলিশ। বইমেলার শুরু থেকেই এবার বিশেষ নজরদারি ছিল। বিধাননগর সেন্ট্রাল পার্কের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মাঠ জুড়ে ১৬০টি সিসি টিভি রয়েছে। কন্ট্রোল রুমে বসে তা মনিটর করছেন পুলিশের কর্তাব্যক্তিরা।

মেলা প্যাভেলিয়নের মুক্তমঞ্চে দুপুর গড়ালেই বসছে বাউল গানের আসর। সাহিত্য-রাজনীতি ও সংস্কৃতির কোলাজে এবারের বইমেলা অন্যমাত্রায়। এনআরসি-সিএএ বিক্ষোভেও উত্তপ্ত হয়ে উঠছে বইমেলা চত্বর। জানা গিয়েছে, যুব কংগ্রেসের পক্ষ থেকে বইমেলায় এনআরসি-সিএএ বিরোধী একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে ৮ ফেব্রুয়ারি শনিবার। বইমেলার অন্দরে খোঁজ-খবর নিয়ে জানা গেল, ছোটদের হাতে এবারের বইমেলায় তুলে দেওয়া হচ্ছে সমর পাল ও হান্নান আহসানের সম্পাদনায় “ছড়ায় মোড়া চিড়িয়াখানা” সঙ্কলনটি। আবার কলকাতা বইমেলার প্রেস কর্নারে একটি অনুষ্ঠানে জ্যোতিষ দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের “মনস্তত্বের আলোয় জ্যোতিষ” বইটির দ্বিতীয় সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল। উপস্থিত ছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও রাখালরাজ মুখোপাধ্যায়। সব মিলিয়ে অজস্র নতুন বইয়ের মাঝে পুরনো বইও নতুনভাবে প্রকাশিত হয়েছে এবারে বইমেলায়। বই সংগ্রহে তাই জমাটি ভিড় চোখে পড়ার মতো।

Related posts

Leave a Comment